শরতে ত্বকের যত্ন নিন খুব সহজেই
আমরা সবাই চাই ত্বকের যত্ন নিতে। আর শরতে আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। তাই এ সময়ে আমাদের অবশ্যই ত্বকের যত্ন নেওয়া উচিত। যারা দৈনন্দিন বাইরে যান তাদের জন্য ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরী। তাই এই আবহাওয়া পরিবর্তনে অল্প সময়েই ত্বক রক্ষা করা যায় জেনে নিন।
ক্লিনজিং -
প্রথমে নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে নরম কাপড় দিয়ে ভালো ভাবে মুছে নিন। এরপর একটি পাত্রে কাঁচা দূধ নিয়ে কটোন প্যাডের সাহায্যে মুখে মেখে ৫ মিনিট রেখে দিন। তারপর আবার নরমাল পানি দিয়ে ধূয়ে ফেলুন।
মাস্ক তৈরীর উপকরণ ও প্রস্তুত প্রণালি
১. বেসন
২. হলুদ
৩. টক দই
একটি পাত্রে বেসন, হলুদ ও টক দই নিয়ে একসাথে মিশিয়ে নিন, মাস্ক টি মুখে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।
বেসন ও হলুদ ত্বক কে উজ্জ্বল ও ফর্শা করতে সাহায্য করে। টক দই ত্বককে হাইড্রেট করে তোলে।
ময়েশ্চারাইজার -
মাস্ক ধুয়ে ফেলার পর নরম কাপড় দিয়ে মুখ ভালোভাবে মুছে শুকিয়ে নিয়ে নিজের
ত্বকের সাথে মানানসই এমন ময়েশ্চারাইজার ব্যবহার করা আবশ্যক। ময়েশ্চারাইজার ত্বক কে সতেজ ও নরম রাখতে সাহায্য করে। আর বাইরে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন মেখে বের হতে হবে যেটি ত্বক কে ট্যান হওয়া থেকে বাঁচাবে।