ঘর সাজানোর জন্য তিন আকর্ষণীয় ইনডোর প্লান্ট

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি অনলাইন

প্রতিটি মানুষই চায় তার ঘরটা সুন্দর করে সাজাতে।  তাই অনেকেই ঘরে প্রকৃতির ছোঁয়া রাখতে পছন্দ করে থাকেন। আর এজন্য প্রকৃতির ছোঁয়া দিতে ইনডোর প্লান্টস সবার প্রথম পছন্দ। ঘরের আনাচে-কানাচে গাছপালা থাকলে মনও ভালো থাকে। এ ছাড়া ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। চলুন, এমনই তিনটি ইনডোর প্লান্টের ব্যপারে জেনে নেওয়া যাক।

মানি প্লান্ট

ঘর সাজানোর জন্য অতি কমন একটি গাছ হচ্ছে মানি প্লান্ট। এটি বাতাস থেকে টক্সিন অপসারণ করতে সাহায্য করে।

রিও প্লান্ট 

ডালকেটে লাগালেই সহজে রিও প্লান্ট গাছ হয়। বেগুনী ও সবুজের মিশ্রণের গাছটি ঘরের শোভা বাড়াতে সাহায্য করে।

স্নেক প্লান্ট 

স্নেক প্লান্ট বাতাসকে পিউরিফাই করতে সাহায্য করে। স্বাস্থের উন্নতি করতেও সাহায্য করে। ঘরের কোণে অথবা দরজার পাশে কিংবা বেলকনিতে এই গাছগুলো সাজিয়ে রাখা যায়।