তৈলাক্ত ত্বকের সহজ সমাধান

Looks like you've blocked notifications!
ছবি : ফ্রিপিক

অনেকেরই মুখ প্রচুর তৈলাক্ত হয়, যার ফলে মুখে পিম্পলের পরিমাণ বাড়তে থাকে, তাছাড়া মেকআপ করলেও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তৈলাক্ততার ফলে মুখের জেল্লা কমে যায়। তাই অনেক অল্প উপাদান ব্যবহার করে ঘরোয়াভাবে এর সমাধান পাওয়া যায়।

উপকরণ

মসুর ডাল গুঁড়া ১ চা চামচ

মুলতানি মাটি ১/২ চা চামচ

গোলাপ জল এক চা চামচ 

ব্যবহারের নিয়ম

ডালের গুড়া, মুলতানি মাটি, গোলাপজল একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার মুখ ভালোভাবে পরিস্কার করতে হবে। তারপর এই প্যাকটি লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট শুকিয়ে যাওয়ার জন্য রাখতে হবে। শুকিয়ে গেলে আবারও নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এরফলে মুখটা ফ্রেশ লাগবে এবং আস্তে আস্তে তৈলাক্ততা কমে যাবে।