ছবিতে প্রশ্ন-উত্তর
বলুন তো কে এই অভিনেত্রী?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/31/411243529_1063264338205047_1791912376062003493_n_1.jpg)
ছবির এই তারকা বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। ২০১৪ সালে তিনি লাক্স-চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। এরপর মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। ইনস্টাগ্রামে অনুসরণকারী লাখের কাছাকাছি। তিনি শাড়ি পরতে ভালোবাসেন। প্রায়ই শাড়িপরা ছবি শেয়ার করেন তিনি। ছবি : ইনস্টাগ্রাম থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ তারকা। ঝটপট বলুন দেখি এই অভিনেত্রী কে?
আজ এনটিভির লাইফস্টাইল পেজে দেখবেন ছবিতে প্রশ্নের উত্তর।