পেঁয়াজের রস ত্বকে যেসব উপকার করে

Looks like you've blocked notifications!

পেঁয়াজের রস ও পেস্ট ত্বকের জন্য খুবই উপকারী। রূপ বিশেষজ্ঞদের মতে, মাসে যদি দুবার ত্বকে পেঁয়াজের রস লাগানো যায় তাহলে ত্বকের কালচে ভাব দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে। পেঁয়াজের রসের সঙ্গে আপনি চাইলে অন্য উপাদানও মিশিয়ে নিতে পারেন; যা আপনার ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে। পেঁয়াজের রসের সঙ্গে কোন কোন উপাদান মেশাবেন এবং পেঁয়াজের রস ত্বকে কী কী উপকার করে সে বিষয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইতে।

পেঁয়াজের রস ও গোলাপজল

প্রথমে মুখে পেঁয়াজের রস লাগাতে হবে। ১৫ মিনিট পর পেঁয়াজের পেস্ট লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার একটি তুলার বলে গোলাপজল লাগিয়ে পুরো মুখ মুছে নিন। গোলাপজল থাকা অবস্থায় মুখ শুকিয়ে নিন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। পেঁয়াজের রসের কারণে ত্বকের কোষের মুখ খুলে যায় এবং গোলাপজল কোষের ময়লা পরিষ্কার করে ত্বককে উজ্জ্বল করে তোলে।

পেঁয়াজের রস ও নারিকেলের পানি

মুখে পাতলা করে পেঁয়াজের পেস্ট লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার নারিকেলের পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে নরম ও মসৃণ করে।

পেঁয়াজের রস ও দুধ

প্রথমে ঠান্ডা দুধ দিয়ে মুখ ধুয়ে শুকিয়ে নিন। এবার পেঁয়াজের পেস্ট মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পেঁয়াজের রস দিয়ে ধুয়ে ফেলুন। আধা ঘণ্টা পর পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। এটি আপনার ত্বকের খসখসে ও কালচে ভাব দূর করবে।

পেঁয়াজের রস ও আমন্ড অয়েল

পেঁয়াজের রস দিয়ে মুখ হালকা ম্যাসাজ করে পেঁয়াজের পেস্ট লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ২০ মিনিট পর আমন্ড অয়েল দিয়ে মুখ ম্যাসাজ করে নিন। স্পর্শকাতর ত্বকের জন্য এটি খুবই উপকারী। আর আমন্ড অয়েলে ভিটামিন ই থাকে যা ত্বকে নরম ও মসৃণ করে।

পেঁয়াজের রস ও তেল

যাদের শুষ্ক ত্বক তারা পেঁয়াজের রস ব্যবহারের পর নারিকেল তেল, অ্যাসেনশিয়াল অয়েল বা অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করতে পারেন। এক সপ্তাহ প্রতিদিন দিনে অন্তত দুবার মুখে পেঁয়াজের রস লাগান। এবার পানি দিয়ে ধুয়ে মুখে তেল দিয়ে ম্যাসাজ করুন। এটি শীতের সময় ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে প্রাণবন্ত করে তুলবে।