ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার পাঁচ উপকারিতা

Looks like you've blocked notifications!

আপনি কি কখনো খেয়াল করেছেন, সকালে ঘুম থেকে ওঠার পর চোখ-মুখ হালকা ফোলা থাকে? ঘুমানোর কারণে আমাদের ত্বকের কোষগুলো পুনরুজ্জীবিত হয়। এর ফলে সকালে চেহারায় ফোলা ভাব থাকে। এ সময় ঠান্ডা পানি আপনার ত্বকে ম্যাজিকের মতো কাজ করবে। ত্বকের ফোলা ভাব এক নিমেষেই দূর হয়ে যাবে। ঠান্ডা পানি ত্বকের আর কী কী উপকার করে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে টাইমস অব ইন্ডিয়ায়। 

১. ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার কারণে লোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। এর ফলে ময়লা-ধুলাবালি কোষের মুখে জমা হতে পারে না। এ কারণে ত্বক পরিষ্কার ও মসৃণ থাকে।

২. ঠান্ডা পানি ত্বকে অ্যান্টিঅ্যাইজিং ক্রিমের মতো কাজ করে! নিয়মিত ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করুন। এটি আপনার ত্বকের বলিরেখা দূর করে তারুণ্য ধরে রাখবে।

৩. ঠান্ডা পানি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার পর রোদে গেলে এটি ত্বকের সানস্ক্রিনের কাজ করে। এর ফলে রোদের কারণে ত্বক কালচে হয় না।

৪. ঠান্ডা পানি ত্বকের কুঁচকানো ভাব দূর করে ত্বক টানটান করে। এর ফলে চেহারার বয়সের ছাপ দূর হয়।

৫. মেকআপ করার আগে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে মেকআপ করার পর মুখ আর ঘামাবে না এবং মেকআপ দীর্ঘস্থায়ী হবে।