মুখের গর্ত নিয়ে চিন্তিত? জেনে নিন মসৃণ ত্বক ফিরে পাওয়ার উপায়

Looks like you've blocked notifications!
ছবি : ফ্রিপিক

মুখের মসৃণ ত্বক সবাই পছন্দ করে থাকেন। এজন্য মুখের যত্নের ব্যাপারে আমাদের সব সময় সচেতন থাকা উচিত। ঠিকমতো মুখের যত্ন না নিলে যে কেউ বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারে। তাই সব সময় মুখের যত্ন নেওয়া প্রয়োজন। অনেকের মুখে গর্ত থাকে, এজন্য বিশেষ কোনো দিনে মেকআপ দিয়ে মুখের এই গর্তগুলো ঢেকে ফেলাই যায়, তবে প্রতিদিন তো আর মেকআপ দিয়ে ত্বকের এই গর্তগুলো ঢাকা সম্ভব নয়। ত্বকের পেশি ক্রমাগত সঙ্কুচিত, প্রসারিত হওয়ার ফলে ছিদ্রগুলো আকারে বড় হয়ে যায়। এতে ত্বক শিথিল ও বয়স্ক ভাব দেখায়। ত্বকের ছিদ্র বড় হলে তেল আর ধুলোময়লা জমে। তখন ব্রণ, র‌্যাশের সমস্যাও বাড়ে। তাই এই সমস্যা দূর করতে ত্বকের চাই বিশেষ যত্ন। তাই জেনে নিন মুখের অনাবৃত গর্তের সমস্যা এড়াতে যেভাবে ত্বকের যত্ন নেবেন।

– আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, সন্ধ্যায় অথাবা রাতে বাড়ি ফিরে আপনার মুখ নিয়মিত পরিষ্কার করা উচিত। আপনার মুখ পরিষ্কার করার সময়, আপনি কোনো স্ক্রাব ব্যবহার করতে পারেন। মুখে তেল, ধুলোময়লা জমে ত্বকের গর্তগুলোলো আটকে দিতে পারে। সেখান থেকে মুখে ব্রণ হয়। অনাবৃত গর্তের সমস্যা আরও খারাপ হতে পারে।

– সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মি থেকে ত্বকের এই গর্তগুলোকে রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা উচিত। নিয়মিত সানস্ক্রিন ব্যবহারে ত্বকের এই গর্তগুলোগুলো ধীরে ধীরে সঙ্কুচিত হয়।

– ত্বকের পেশি ক্রমাগত সঙ্কোচন এবং প্রসারণের ফলে অনাবৃত গর্তগুলিতে তার প্রভাব পড়ে। যদি ত্বকের স্থিতিস্থাপকতা দুর্বল হলে গর্তগুলো নিজেরাই প্রসারিত হবে। এই সমস্যা দূর করতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। ত্বকে পানি ধরে রাখতে পারে এমন প্রসাধনী লাগাতে হবে।