ঈদে রূপচর্চা

সুন্দর ত্বক পেতে দুধ ও জাফরান

Looks like you've blocked notifications!

সিনেমা বা টেলিভিশনের পর্দায় তারকাদের দেখলে মনে হয়তো প্রশ্ন জাগে, কীভাবে পাওয়া যায় এত সুন্দর দাগহীন উজ্জ্বল ত্বক? তখন এই ভেবে অনেকে মনকে সান্ত্বনা দেন যে, এসব কেবল প্লাস্টিক সার্জারি, মেকআপ কিংবা ফটোশপ করে আমাদের দেখানো হয়। তাহলে বাস্তবে কি এমন ত্বক পাওয়া অসম্ভব? না, আপনিও পেতে পারেন এমন সুন্দর দাগহীন ত্বক। দুধ ও জাফরান এমন দুটি প্রাকৃতিক উপাদান, যা ব্যবহার করে আপনিও পারেন ত্বকে অসাধারণ পরিবর্তন আনতে। কীভাবে ব্যবহার করবেন আর এর উপকারিতা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে দেখে নিন।

যা যা লাগবে

জাফরান এক চা চামচ ও দুধ দুই চা চামচ।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে উপাদান দুটি ভালো করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি ও হালকা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে নিয়মিত ব্যবহার করুন।

দুধ ও জাফরান প্যাকের উপকারিতা

১. বয়সের ছাপ দূর করে

দুধ ও জাফরান ত্বকের যেসব টিস্যু বয়সের ছাপ ফেলতে দায়ী, সেসব মেরামত করে ত্বকের ভেতর থেকে তারুণ্য জাগিয়ে তোলে।

২. ত্বককে ময়েশ্চারাইজ করে

এই প্যাক ত্বকের শুষ্ক ভাব দূর করে কোমল ও নরম করতে সাহায্য করে।

৩. রোদে পোড়া ভাব দূর করে

জাফরান ও দুধের এই মিশ্রণ রোদে পোড়া ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

৪. ত্বককে উজ্জ্বল করে

নিয়মিত ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল ও রং ফর্সা হবে।