হাতঘড়ি পরিষ্কার ও দাগমুক্ত রাখুন ৪ উপায়ে

Looks like you've blocked notifications!

পছন্দের হাতঘড়িটা অনেক দিন ধরে টেবিলের ড্রয়ারে পড়ে আছে। দাগ পড়ে গেছে বলে আর হাতে পরা হয় না। এমন আফসোস অনেকেরই রয়েছে।

তাই পছন্দের হাতঘড়িটি যদি হাতছাড়া না করতে চান, তাহলে মাঝেমধ্যে এই ছোট যন্ত্রটিরও যত্ন নিন। হাতঘড়ি পরিষ্কার ও দাগমুক্ত রাখবেন কীভাবে, সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে।

১. হাতঘড়ির কাচের ওপর টুথপেস্ট লাগিয়ে নরম কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। এভাবে হাতঘড়ির ওপরে দাগ অনেকটা দূর হবে এবং কাচও পরিষ্কার হবে।

২. হাতঘড়ির বেল্ট যদি স্টিলের হয় এবং এতে সূক্ষ্ম দাগ পড়ে, তাহলে ট্রান্সপারেন্ট নেইলপলিশ লাগিয়ে নিন। এতে দাগ খুব একটা বোঝা যাবে না এবং ঘষা লাগলেও পুনরায় দাগ পড়বে না।

৩. হাতঘড়ির লেদারের বা প্লাস্টিকের বেল্ট ময়লা হলে এটি খুলে নিয়ে ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে দুই থেকে তিন মিনিট পর তুলে নরম ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এবার ভালো করে শুকিয়ে নিন। ডিটারজেন্ট মেশানো পানির পরিবর্তে ভিনেগার মেশানো পানিতেও ভেজাতে পারেন। এটিও ময়লা ও দাগ অনেক দ্রুত দূর করে।

৪. ক্লোরিনযুক্ত পানি এবং সুগন্ধি থেকে হাতঘড়ি দূরে রাখুন। অনেকেরই হাতে সুগন্ধি লাগানোর অভ্যাস রয়েছে। হাতে ঘড়ি পরা অবস্থায় হাতে সুগন্ধি না দেওয়াই ভালো। এতে হাতঘড়ি অনেক দিন ভালো থাকবে।