ঈদ ফ্যাশন

ঈদে চুলের যত্ন নেবেন যেভাবে

Looks like you've blocked notifications!
ছবি : ফ্রিপিক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অনেকেই হয়তো ইতোমধ্যে ত্বকের যত্ন শুরু করে দিয়েছেন। কিন্তু চুলের কথা ভুলে গেলে হবে না। এ সময় চুলেরও বাড়তি যত্নের প্রয়োজন। চুলের একটি সুন্দর স্টাইল আপনার লুক বদলে দিতে পারে। আবহাওয়ার পরিবর্তনের জন্য চুল রুক্ষ হয়ে যাওয়া স্বাভাবিক। তাই কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল করে তুলুন ঝরঝরে ও সিল্কি। 

আমন্ড অয়েল এবং ডিমের সাদা অংশ

একটি ডিমের সাদা অংশের সাথে দুই চা চামচ আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিন। মাথার ত্বক এবং চুলে প্রয়োগ করুন। এটি  দুই থেকে তিন ঘণ্টা রেখে দিন। এরপর কুসুন গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ সময় ভাল মত শ্যাম্পু ব্যবহার করুন। তা না হলে ডিমের গন্ধ সহজে যাবে না। সপ্তাহে একবার চুল কন্ডিশন করতে এই মাস্কটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে চুল হবে নরম। সহজেই চুল মসৃণ হয়ে ওঠবে।

নারকেল তেল এবং পেঁয়াজের মাস্ক

দুই চা চামচ নারকেল তেলের সাথে  এক চা চামচ পেঁয়াজ তেল যোগ করুন। আপনি চাইলে পেঁয়াজের রসও ব্যবহার করতে পারবেন। এবার এই দুইটি উপাদান ভাল করে মেশান। আপনি চাইলে এতে এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন। এতে পেঁয়াজের তীব্র গন্ধ কিছুটা হলেও দূর হবে। এবার এই মিশ্রণটি  এক থেকে দুই ঘণ্টা মাথার ত্বক্ ও চুলে লাগিয়ে রাখুন। এরপর শাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নারকেল তেল একটি চমৎকার লুব্রিকেন্ট। এটি চুল নরম রাখে।  চুলকে ময়েশ্চারাইজ করে। পেঁয়াজের তেল চুলের শুষ্কতা হ্রাস করে। এই মাস্কটি ব্যবহারে আপনার চুল নরম এবং উজ্জ্বল হবে।

অলিভ অয়েল এবং মধু মাস্ক

আধা চা চামচ মধুর সাথে  এক চা চামচ অলিভ অয়েল যোগ করুন। এগুলো ভালভাবে মিশিয়ে নিন। চুলে ও মাথার ত্বকে প্রয়োগ করুন।  এক থেকে দুই ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্কটি চুলকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

সূত্র- পিঙ্কভিলা