আজ বিশ্ব হিজাব দিবস
বিশ্ব হিজাব দিবস আজ শনিবার (১ ফেব্রুয়ারি)। প্রতি বছরের ন্যায় এবারও ১ ফেব্রুয়ারি পালিত হচ্ছে ‘বিশ্ব হিজাব দিবস’। এই বছর দিবসটির ১২তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য #VeiledInStrength অর্থাৎ শক্তিতে আবৃত। প্রতি বছরের মতো এবারও বিশ্বের ১৫০টির বেশি দেশে দিনটি উদযাপিত হচ্ছে।
হিজাব পরিহিত মুসলিম নারীদের সম্মান জানাতে প্রতি বছর এই দিনে বিশ্ব হিজাব দিবস পালিত হয়। মুসলিম নারীরা হিজাব পরে তাদের শালীনতা বজায় রাখেন। অনেকে পুরুষ হয়রানি থেকে নিজেদের রক্ষা করার জন্যও এটি ব্যবহার করেন।
দিবসটি উদযাপনকারী সংস্থা ওয়ার্ল্ড হিজাব ডে জানিয়েছে, ‘হিজাব দিবসের লক্ষ্যের মধ্যে রয়েছে, পারষ্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সংহতি বৃদ্ধির মাধ্যমে মুসলিম নারীদের ধর্মীয় অনুশীলন সম্পর্কে ধারণা তৈরি করা। পোশাক ও অভিব্যক্তি সম্পর্কিত ব্যক্তিগত পছন্দের বৈচিত্র্য সম্পর্কে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা ও সচেতনতা প্রচার করতে দিবসটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।’
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বিশ্ব হিজাব দিবস’ পালনের উদ্যোগ নেন নিউ ইয়র্কের বাসিন্দা নাজমা খান। নিউ ইয়র্কে যাওয়ার পর থেকেই হিজাব পরা শুরু করেন তিনি। কিন্তু হিজাব পরার পর থেকে নানা ধরনের অসহিষ্ণু আচরণের মুখোমুখি হন তিনি।
২০১৭ সালে ইউ ইয়র্ক রাজ্য ১ ফেব্রুয়ারিকে বিশ্ব হিজাব দিবস হিসেবে ঘোষণা করে। পরে ২০২১ সালে ফিলিপাইন ১ ফেব্রুয়ারিকে জাতীয় হিজাব দিবস হিসেবে ঘোষণা দেয়। নিউ ইয়র্ক স্টেট সেনেট ২০২৫ সালের ১ ফেব্রুয়ারিকে ‘বিশ্ব হিজাব দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার লক্ষ্য হলো ধর্মীয় সহিষ্ণুতা, সাংস্কৃতিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক সংহতির উন্নয়ন করা।
বিশ্বের অনেক দেশে নারীদের হিজাব পরা নিয়ে বাধা-বিপত্তি থাকলেও তা অনেক নারীর জন্য আশা ও অগ্রগতির প্রতীক।
মুসলিম নারীদের একটি বিশেষ পোশাক হিজাব। একইসঙ্গে এটি ইসলামী সংস্কৃতি ও সভ্যতারও প্রতীক। ধর্মীয় অনুশাসন মেনে নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার মাধ্যম হিসেবে মুসলিম বিশ্বে এই পোশাকটির রয়েছে বিশেষ পরিচিতি।
হিজাব কী?
হিজাব হলো এক ধরনের স্কার্ফ, যা মাথা থেকে ঘাড় পর্যন্ত ঢেকে রাখে। ‘হিজাব’ শব্দের অর্থ ‘পর্দা’। হিজাব মুসলিম নারীদের মাথা ও বুকের পর্দা যা সাধারণত তাদের ঘনিষ্ঠ পরিবারের সদস্য নয় এমন পুরুষদের সাথে থাকে। হিজাব পরতে মজাদার কারণ এটি বিভিন্ন রঙ এবং স্টাইলে আসে।
অনেক মুসলিম নারী সাংস্কৃতিক সংহতি প্রচারের উপায় হিসেবে হিজাব পরতে পছন্দ করেন। আবার কেউ কেউ হিজাবকে ধর্মীয় প্রয়োজনীয়তা হিসেবে তাদের ধারণার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেন।
সূত্র : ডেজ অব দ্যা ইয়ার