বড়দিন উপলক্ষে বিশ্বরঙের বিশেষ আয়োজন
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন (২৫ ডিসেম্বর)। এ দিনে পৃথিবীতে এসেছিলেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটে। অন্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।
সব উৎসব-পার্বণ উদযাপনে বাংলাদেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ সব সময়ই অগ্রপথিক। সেই ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে রয়েছে পোশাকের বিশেষ সংকলন। এ ছাড়া বড়দিন উপলক্ষে বিশ্বরঙের শুভানুধ্যায়ীদের জন্য থাকছে শোরুম অথবা অনলাইনের কেনাকাটায় যে কোনও পোশাকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের বিশেষ আয়োজন। ১৩ ডিসেম্বর থেকে এ অফার শুরু হয়েছে, চলবে স্টক থাকা।
মনমাতানো সব বাহারি ডিজাইনের কালেকশনই থাকছে বিশ্বরঙের এই অফারে। পোশাকের প্যাটার্নে থাকছে ভিন্নতা। শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট, ইত্যাদিতে স্বাভাবিক ভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব ও শ্যামলে কাপড়।
আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফনসহ ভিন্ন ভিন্ন কিছু বাহারি কাপড় তো থাকছেই। পোশাকগুলোতে উজ্জ্বল রঙের পাশাপাশি প্রাকৃতির বিভিন্ন রঙের ব্যবহার করা হয়েছে নান্দনিক ভাবে। পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।