ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/22/photo-1450758873.jpg)
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সকালে বিজিবি-২২ দিনাজপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল হোসেন এনটিভি অনলাইনকে জানান, ভারত থেকে ফেরার পথে বিএসএফের গুলিতে ওই বাংলাদেশি যুবক নিহত হন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।
তাৎক্ষণিকভাবে বিজিবি অধিনায়ক আর কিছু জানাতে পারেননি।