কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে পাঁচ কেজি আইস জব্দ
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এ মাদক জব্দ করা হয়। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। তবে হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, জব্দকৃত পাঁচ কেজি আইসের আনুমানিক মূল্য পঁচিশ কোটি টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
লে. কর্নেল মো. মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ বা আইস মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার রাতে উখিয়ার পালংখালী বাজারের কাছে সীমান্ত এলাকার একটি ব্রিজের নিচে অবস্থান নেন।
রাত গভীর হলে কয়েকজন মাদক কারবারিকে বাংলাদেশের দিকে আসতে দেখেন বিজিবি সদস্যরা। তাঁদেরকে চ্যালেঞ্জ করলে গুলিবর্ষণ শুরু করেন মাদক কারবারিরা। এ সময় বিজিবির টহলদল পাল্টা গুলি চালান। এক পর্যায়ে চোরাকারবারীরা মাদকের ব্যাগ ফেলে রেখে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে বিজিবি টহলদল ওই ব্যাগ থেকে পাঁচ কেজি আইস জব্দ করেন।