মেহেরপুরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/26/meherpur-thana.jpg)
মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাশার মোল্লা নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে সদর উপজেলার আমঝুপি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাশার মোল্লা আমঝুপির মীরপাড়ার খালেক মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেলে সদর উপজেলার আমঝুপি মীরপাড়ায় জেলা পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুতের পোল বসানোর কাজ চলছিল। এ সময় শ্রমিকরা বাশার মোল্লার বাড়ির সামনের সড়ক দিয়ে দ্রুত গতিতে পোল বোঝাই গাড়ি চালাচ্ছিল। বাশার মোল্লার ছেলে সালাউদ্দিন চালককে গাড়ি ধীরে চালাতে বলেন। এতে ঠিকাদার হাসেম ও তাঁর শ্রমিকরা রেগে গিয়ে সালাউদ্দিনকে মারধর শুরু করেন।
খবর পেয়ে বাশার ছুটে এসে ছেলেকে বাঁচাতে গেলে ঠিকাদার তাঁর লোকজন নিয়ে তাঁকেও পিটিয়ে আহত করেন। এরপর ফেলে রেখে চলে গেলে স্থানীয়রা আহত বাশারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘নিহত ব্যক্তির পক্ষ থেকে এখনও কেউ থানায় মামলা করেনি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। স্থানীয় ও নিহত ব্যক্তির স্বজনদের কাছ থেকে ঘটনা জেনেছে।’