পাবনা বিশ্ববিদ্যালয়ের ভিসির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম রোস্তম আলীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও কর্মচারীরা। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে আজ বুধবার তাঁরা ভিসির কুশপুত্তলি পোড়ান।
শিক্ষার্থীদের অভিযোগ, আগামী ৬ মার্চ পাবিপ্রবি’র ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলীর মেয়াদ শেষ হচ্ছে। শেষবেলায় নিজের ভাইয়ের মেয়ে কানিজ ফাতেমা, বোনের ছেলে হাসিবুর রহমান, ভাইয়ের শ্যালিকার ছেলে মীর রমজানসহ কয়েকজন আত্মীয়কে নিয়োগ দিয়েছেন। মোট ১০২ জনকে গণনিয়োগ দিয়ে তিনি অনিয়ম ও দুর্নীতি করেছেন।’ এসব অবৈধ নিয়োগ বাতিলসহ গণনিয়োগ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।
শিক্ষার্থী ও কর্মচারীরা বিক্ষোভ থেকে অভিযোগ করেন, বর্তমান ভিসি উন্নয়ন প্রকল্পের কমিশন, ভুয়া ভাউচার করে টাকা লোপাট, বইক্রয়ে হরিলুটসহ নানা অপকর্মে জড়িত। তাঁরা এসব অভিযোগের তদন্ত দাবি করেন।