গাজীপুরে অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার
গাজীপুরে আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জিএমপির গাছা থানা পুলিশ। তাদের কাছ থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, চাপাতি ও চাকুসহ দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়ার বাদশাহ প্রামানিক (৩৯), পটুয়াখালীর শাহজাহান (৩০), একই জেলার সবুজ পাটোয়ারী (২৮) ও খলিল বেপারী (৪০)।
শুক্রবার সংবাদ সম্মেলনে জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে আন্তজেলা ডাকাতদলের কয়েক সদস্য গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বসুরা এলাকার স্বপ্নকানন সুপার মার্কেটের সামনে ঢাকা বাইপাস মহাসড়কের (ভোগড়া-ভুলতা) উপর অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, চাপাতি ও চাকুসহ দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় গাছা থানায় মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। অপরাপর সহযোগীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে তারা গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী ও মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালঙ্কার ছিনতাই ও ডাকাতি করে আসছে। এছাড়াও অপরিচিত বা এলাকায় কেউ নতুন এলে তাদের গতিবিধি লক্ষ্য করে কৌশলে তাদের ছিনতাই করে। ছিনতাই-ডাকাতির কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে অস্ত্র দিয়ে আঘাত করে মালামাল লুট করত।
সংবাদ সম্মেলনে পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।