সুপার ফ্লপ হতে যাওয়া ‘জার্সি’র জন্য কত কোটি নিয়েছেন শহিদ?
তিন বছর আগে রিমেকে ভরসা করে বাজিমাত করেছিলেন বলিউড তারকা শহিদ কাপুর। বক্স অফিসে ঝড় তুলে ‘কবির সিং’ তকমা জুড়েছিলেন নামের সঙ্গে। সেই ‘কবির সিং’ শহিদ কাপুর সিনে পর্দায় ফিরেছেন তিন বছর পর; একই রিমেক ফরমেটে। তবে ২০২২ সালে এসে ব্যর্থ এই তারকা।
২২ এপ্রিল মুক্তি পাওয়া শহিদ কাপুর অভিনীত ‘জার্সি’ মুখ থুবড়ে পড়েছে ভারতের বক্স অফিসে। বিনোদনভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, মুক্তির চতুর্থ দিনে বক্স অফিস সংগ্রহ ৪৫ থেকে ৫০ শতাংশ কমেছে। পূর্বাভাস বলছে, সোমবার ‘জার্সি’র সংগ্রহ ১.৭০ থেকে ১.৮০ কোটি রুপি। সেই হিসাবে চার দিনে সংগ্রহ ১৬.৪৫ কোটি রুপি।
বলিউড হাঙ্গামার বিশ্লেষণ, এই স্পোর্টস ড্রামার সংগ্রহ থামতে পারে ২৫ কোটিতে; ফলে ‘জার্সি’ হতে যাচ্ছে একটি মেজর ফ্লপ সিনেমা। বিভিন্ন খবরে প্রকাশ, এই সিনেমার বাজেট ৩৫ থেকে ৪০ কোটি রুপি।
আগামী সপ্তাহে ‘রানওয়ে ৩৪’ ও ‘হিরোপন্তি ২’ শিরোনামের দুটি সিনেমা মুক্তি পাচ্ছে, ফলে বেশির ভাগ স্ক্রিন হারাবে ধুঁকতে থাকা ‘জার্সি’।
বলিউড বাবলের খবর, ‘জার্সি’ সিনেমায় শহিদ কাপুর অভিনয় করেছেন অর্জুন তলওয়ারের ভূমিকায়। এ সিনেমায় তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। এ চরিত্রের জন্য শহিদ পারিশ্রমিক নিয়েছেন ২৫ কোটি রুপি।
গৌতম তিন্নানুরি পরিচালিত ‘জার্সি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর ও পঙ্কজ কাপুর। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রনিত কর্ম, গীতিকা মেহনদ্রু ও শিশির শর্মা।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গৌতমের তেলেগু সিনেমার হিন্দি রিমেক এটি। মূল তেলেগু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা নানি। সিনেমাটি সুপারহিট হয়েছিল।
সিনেমায় ম্রুণাল ঠাকুর অভিনয় করেছেন শহিদ কাপুর ওরফে অর্জুন তলওয়ারের স্ত্রী বিদ্যা তলওয়ারের ভূমিকায়। এ ভূমিকার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন দুই কোটি রুপি।