ম্যান ইউ ছেড়ে ম্যান সিটিতে যাচ্ছেন পগবা?
আগামী গ্রীষ্মে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে চলে যেতে চান পল পগবা। চুক্তির মেয়াদ শেষ হলে ফ্রি ট্রান্সফারে পগবাকে নিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে ম্যানচেস্টার সিটি।
গোল ডটকমের খবরে জানা গেছে, প্যারিস সেন্ট-জার্মেই ও জুভেন্টাসে না গিয়ে পগবা ম্যানচেস্টার সিটিতে যেতে পারেন। ফরাসি এই তারকা ২০১৬ সালে রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোতে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন।
এদিকে ম্যান সিটির অভিজ্ঞ মিডফিল্ডার ফার্নান্দিনহো ইতিমধ্যেই গ্রীষ্মে ইতিহাদ ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন, তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ায়। পেপ গার্দিওলা তাঁর জায়গায় পগবাকে নিতে পারেন।
পগবা ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর চুক্তির মেয়াদ নাকি বাড়াবেন না। আগামী ১ জুলাই ফ্রি এজেন্ট না হওয়া পর্যন্ত ম্যান সিটি আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা করছে না।
২০০৯ সালে কার্লোস তেভেজ ওল্ড ট্র্যাফোর্ড থেকে ম্যান সিটিতে গিয়েছিলেন।
ইংলিশ গণমাধ্যমের খবর, পগবা ছাড়াও নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ডকে দলে ভেড়াতে চেষ্টা করছে সিটি। শেষ পর্যন্ত তাদের ডেরায় হতে যাচ্ছে হল্যান্ডের নতুন গন্তব্য। তবে তা নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে হবে।