প্রাথমিকে শিক্ষক নিয়োগ : ভোলায় তিন পরীক্ষার্থীর কারাদণ্ড, বহিষ্কার ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/05/29/adalot.jpg)
তৃতীয় ধাপে ভোলায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে কারাদণ্ড ও দুজনকে বহিষ্কার করা হয়েছে। ভোলা সদর উপজেলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার তৃতীয় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় ওই কেন্দ্রে তিনজন পরীক্ষার্থী অবৈধভাবে স্মার্ট ফোন নিয়ে হলে প্রবেশ করে। তাঁরা প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে বাইরে পাঠিয়ে আবার বাইরে থেকে উত্তর সংগ্রহ করেন। এসময় তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়াও পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করায় ভোলা সরকারি কলেজ কেন্দ্র থেকে একজন ও ঘুইংগারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, ভোলার ২৫টি কেন্দ্র ১৫ হাজারের অধিক পরীক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।