এসপি হলেন ৩৩ পুলিশ কর্মকর্তা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/05/police.jpg)
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, জারিকৃত আদেশ যোগদানের পর থেকে কার্যকর হবে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলের মাধ্যমে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যোগদানের চিঠি পাঠাতে হবে।
এসপি যারা হলেন:
মোল্লা আজাদ হোসেন, মো. মাহফুজ আফজাল, খন্দকার গোলাম মাওলা, দেওয়ার জালাল উদ্দিন চৌধুরী, মোছা. ফারহানা ইয়াসমিন, শচীন চাকমা, বেগম মীণা রানী দাস, এস এম সিরাজুল হুদা, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মীর মো. শাফিন মাহমুদ, মেহাম্মদ নাজির আহমেদ খাঁন, মো. তরিকুল ইসলাম, মোহাম্মদ ইকবাল হোসাইন, মো. মশিউদ্দেৌলা রেজা. মো, জামাল পাশা, মো. হুমায়ুন কবীর, মহিউদ্দিন মাহমুদ সোহেল, মো. আনছার উদ্দিন, এ টি এম শাহীন আহমেদ, মো. গোলাম সবুর, মোহা. হাফিজুর রহমান, এ এন এম সাজেদুর রহমান, মোহাম্মদ আফরুজুল হক টুটুল, বেগম মেরিন সুলতানা, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মাহফুজুর রহমান, তারেক আজমেদ, উজ্জ্বল কুমার রায়, বি এম আশরাফ উল্ল্যাহ তাহের, কাজী মইনউদ্দিন, সোমা হাপাংসহ ৩৩ জন।