বিও হিসাব ফি পরিশোধের অনুরোধ এমএএইচ সিকিউরিটিজের
এমএএইচ সিকিউরিটিজের লোগো। ছবি : সংগৃহীত
এমএএইচ সিকিউরিটিজ লিমিটেডের বিও হিসাব গ্রাহকদের হিসাবের (অ্যাকাউন্ট) বার্ষিক পরিচালনা ফি আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধের অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য জানায় এমএএইচ সিকিউরিটিজ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএএইচ সিকিউরিটিজ লিমিটেডের সব সম্মানিত বিও হিসাব গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২১-২২ অর্থবছরের বিও অ্যাকাউন্টের বার্ষিক পরিচালনা ফি আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই ফি পরিশোধজনিত কারণে বিও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এনটিভি অনলাইন ডেস্ক