পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতি রাখা হবে জাদুঘরে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/13/padma-bridge-1.jpg)
পদ্মা সেতু নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতি জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। সেখানে তিনি পদ্মা সেতু নিয়ে নানা নির্দেশনা দেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও জানান, পদ্মা সেতু প্রকল্পে ব্যবহৃত উপকরণ, যন্ত্রাংশ এমনকি কোদালও জাদুঘরে সংরক্ষিত থাকবে।
প্রধানমন্ত্রীর আগ্রহের কথা তুলে ধরে ড. শামসুল আলম বলেন, ‘পদ্মা সেতু সম্পর্কে প্রধানমন্ত্রী বৈঠকে অনেক কিছু বলেছেন। তিনি পদ্মা সেতুর উদ্বোধনের দিন সব শ্রমিকের সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেছেন। সাধারণ শ্রমিক থেকে সংশ্লিষ্ট মন্ত্রীও এর থেকে বাদ পড়বেন না। গ্রুপ ছবি হিসেবে এগুলো মিউজিয়ামে সংরক্ষিত থাকবে।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের বৈঠকে ১০ হাজার ৮৫৬ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে পাঁচ হাজার ১৪৩ কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭৫৬ কোটি টাকা এবং বাকি চার হাজার ৯৫৭ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি ঋণ থেকে যোগান দেওয়া হবে।’