মানিকগঞ্জে দ্রুত বিএমএর কমিটি দাবি
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মানিকগঞ্জে জেলা কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে ১০ বছরের বেশি সময় আগে। দ্রুত সময়ের মধ্যে বিএমএর জেলা কমিটি গঠনের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত চিকিৎসকরা।
আজ দুপুরে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের রেসিডেনশিয়াল সার্জন ডা. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ২০১২ সালের ১৮ মে বিএমএর জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে। সর্বশেষ ২০১৭ সালের ২০ মার্চ বিএমএর মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়। সেই চিঠি পাঠানোর তারিখ থেকে চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দেশনা দেওয়া হয়। তবে সেই চিঠির পাঁচ বছর পার হলেও এখনও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মেয়াদোত্তীর্ণ বিএমএর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগঠনের মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির সভাপতি ডা. পঙ্কজ কুমার মজুমদারসহ বেশির ভাগ সদস্য চাকরি থেকে অবসরে গেছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, চলতি বছরের ২৮ মে সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো এক চিঠিতে সাত কার্যদিবসের মধ্যে নির্বাচনী কার্যক্রমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়। এরপর এক মাস পার হলেও সংগঠনের জেলা কমিটির নির্বাচনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অথচ মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা সচল ও বেগবান করতে নবনির্বাচিত বিএমএ কমিটির বিকল্প নেই।
লিখিত বক্তব্য দাবি করা হয়, চিকিৎসকদের কোনো কর্মসূচিতে মেয়াদোত্তীর্ণ কমিটির কোনো সদস্য অংশ নেন না। বিভিন্ন জাতীয় দিবসসহ চিকিৎসকবান্ধব এবং একাডেমিক কোনো কাজে তাদের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এই জেলায় গত ১০ বছরে গঠনমূলক পেশাজীবী চিকিৎসকেরা নেতৃত্বশূন্য হয়ে পড়েছেন। জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং প্রাইভেট চিকিৎসকদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা, একাডেমিক শিক্ষা উন্নতকরণ, মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণে বিএমএর জেলা কমিটি গঠনের দাবি জানিয়ে আসছেন চিকিৎসকরা।
এর আগে চলতি বছরের ২৪ মে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে মানিকগঞ্জের সিভিল সার্জনের কাছে দেড় শতাধিক চিকিৎসক স্বাক্ষরিত স্মারকলিপি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান, কর্নেল মালেক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. হুমায়ুন কবীর, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জন ডা. আরিফুর রহমান. ডা. আশরাফুল কবির, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কাজী কে এম রাসেলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজিব বিশ্বাস সাংবাদিকদের কাছে কমিটির মেয়াদোত্তীর্ণের কথা স্বীকার করে বলেন, কমিটির সদস্যদের সদস্য নবায়ন হয় না দীর্ঘদিন ধরে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে।