অবৈধভাবে ক্রয়-বিক্রয় : মিরপুরে অভিযান চালিয়ে ৬০টি পাখি উদ্ধার
রাজধানীর মিরপুর বাজার এলাকায় অবৈধ ক্রয়-বিক্রয় ঠেকাতে অভিযান চালিয়ে ৬০টি দেশীয় পাখি উদ্ধার করেছেন বনবিভাগের কর্মকর্তারা। পরে ওই পাখিগুলোকে অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিগার সুলতানা জানিয়েছেন, উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে একটি ময়না, ৩২টি টিয়া, ৯টি ঘুঘু, একটি চিল ও ১৭টি শালিক পাখি রয়েছে।
জানা গেছে, বন্যপ্রাণীর অবৈধ ক্রয়-বিক্রয় ও বন্যপ্রাণী অপরাধ দমনের লক্ষ্যে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদের নির্দেশে এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার কাজল তালুকদারের দিকনির্দেশনায় রাজধানীর মিরপুর বাজার এলাকায় এ টহল অভিযান চালানো হয়। পাখিগুলো উদ্ধারের পর সেগুলোকে অবমুক্ত করা হয়।
এ ছাড়া ওই এলাকায় বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় ও বন্যপ্রাণী অপরাধ দমনের লক্ষ্যে ব্যাপক জনসচেতনতা চালানো হয়।