গাজীপুরে নিট কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন রোডের ওঝারপাড়া একটি নিট কারখানার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানার দুটি ফ্লোরে থাকা উৎপাদিত মালামালসহ বিপুল ফেব্রিক্স ও মেশিনপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও আজ শুক্রবার সন্ধ্যার পর পর্যন্ত নির্বাপন সম্ভব হয়নি।
কারখানার ম্যানেজার (প্রশাসন) ইনচার্জ অ্যান্ড কমপ্লায়েন্স খান মীরদাদ আলীসহ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর হারিকেন রোডের ওঝারপাড়া মোল্লা মার্কেট এলাকায় ইউরো নিট ওয়্যার লিমিটেডের ইউনিট-২ কারখানায় গার্মেন্টসের নিট কাপড় ও পোশাক তৈরি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কারখানার ছয়তলা ভবনের পঞ্চম তলায় ফেব্রিক্সের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের ১১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আরেফিন জানান, মহানগরীর ইউরো নিটওয়্যার-২ নামক ওই পোশাক কারখানায় রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূচনা খবর জানতে পেরে টঙ্গীর চারটি, জয়দেবপুরের তিনটি, উত্তরার একটি এবং শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও আবার বেলা ১২টার দিকে পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। এরপর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে নির্বাপন সম্ভব হয়নি। এখনও (এ প্রতিবেদন লেখা পর্যন্ত, রাত সাড়ে ৮টা) ড্যাম্পিংয়ের কাল চলছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. খালিদ হোসেন খান জানান, কারখানায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে, আগুনে বিপুল ফেব্রিক্স ও তৈরি পোশাক এবং মেশিনপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে অন্তত অর্ধশত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।