গণসমাবেশের ৩ দিন আগেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন ফরিদপুরে
ফরিদপুরে ১২ নভেম্বরের বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে প্রথম দল হিসেবে শরীয়তপুর থেকে হাজার খানেক নেতাকর্মী ফরিদপুরের কোমরপুরে জনসভাস্থল আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে এসে পৌঁছেছেন।
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার নাসির উদ্দিন কালু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে বুধবার রাতে তারা সমাবেশস্থলে এসে পৌঁছান।
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার নাসির উদ্দিন কালু জানান, গতকাল বুধবার রাত ৮টার দিকে তারা ট্রাক, বাস, মাইক্রোবাস নিয়ে শরীয়তপুর থেকে রওনা দিয়ে রাতে গণসমাবেশস্থলে এসে পৌঁছান। প্রথম দল হিসেবে রাতে শরীয়তপুরের নেতাকর্মীদের একটি মাত্র অংশ এখানে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে আরও নেতাকর্মী আসবেন। শরীয়তপুর জেলা থেকে প্রায় দশ হাজার নেতাকর্মী এই গণসমাবেশে যোগ দিবেন। শরীয়তপুর থেকে আসা বিএনপির এই নেতাকর্মীরা জনসভাস্থলেই রাত যাপন করেছেন।
ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম জানান, সরকার গণসমাবেশে আসা জনস্রোতকে বাধাগ্রস্ত করতে নানাভাবে বিঘ্ন সৃষ্টি করেছে। এজন্য নেতাকর্মীরা আগেভাগেই সমাবেশস্থলে আসার প্রস্তুতি নিচ্ছেন।
সারা দেশে বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এর আগে সাংবাদিকদের জানিয়েছেন, ১২ নভেম্বর বেলা ১১টায় গণসমাবেশ শুরু হবে। তবে যেহেতু পথে পথে নানা বাধা এবং গণসমাবেশে জনসমাগম সংকুচিত করতে সরকার বিঘ্ন ঘটাচ্ছে, তাই নির্ধারিত সময়ের দুদিন আগে থেকেই এই গণসমাবেশ চলবে।
তিনি জানান, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশ। এরপর প্রথম ধাপের কর্মসূচি শেষে ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে দ্বিতীয় ধাপের কর্মসূচি শুরু হবে।