সদরঘাটে ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/11/24/shadoarghat-1.jpg)
সদরঘাটে ট্রলারের ধাক্কায় নৌকাডুবি। ফাইল ছবি
রাজধানীর সদরঘাটে মালবাহী একটি ট্রলারের ধাক্কায় যাত্রী পারাপারের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানান নৌ-পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার কবির হোসেন।
কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের লোক সেখানে পাঠিয়েছি। ঘটনাটি ওয়াইজঘাট এলাকার কাছাকাছি ঘটেছে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধারের কাজ চলছে।’