শেষ পর্যন্ত দুবাই গেলেন মুশফিক-সাকিব-তামিম
ভিসা জটিলতায় দুবাই যেতে দেরি হচ্ছিল তাঁদের। অথচ টিকেট বুকিং দেওয়াই ছিল। শেষ পর্যন্ত সব সমস্যারই সমাধান হয়েছে। বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে এখন দুবাইতে। আজ বৃহস্পতিবার সকালে রওনা হয়ে দুপুরেই তাঁরা পৌঁছে যান দুবাইতে।
মুশফিক ও তামিম এক সঙ্গে রওনা হলেও সাকিব আলাদা ফ্লাইটে ঢাকা ছেড়ে যান। দুবাইতে পৌঁছে মুশফিক তাঁর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা দুবাইতে পৌঁছেছি।’
পিএসএলে সাকিব ও মুশফিক একই দলে খেলবেন, করাচি কিংসে। আর তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে।
এই আসরে খেলার কথা ছিল বাংলাদেশের তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। বাঁ কাঁধে চোটের কারণে বিসিবি এই আসরে তাঁকে খেলার অনুমতি দেয়নি।
বাংলাদেশের তিন ক্রিকেটারেরই ম্যাচ আগামীকাল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সাকিব-মুশফিকদের করাচি কিংস খেলবে লাহোরের বিপক্ষে। দুবাইয়ের একই মাঠে বাংলাদেশ সময় রাত ১০টায় তামিমদের পেশোয়ার জালমি খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।