পিএসএলে সাকিব-মুশফিক সতীর্থ
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলে ফেলেছেন বিশ্বের প্রায় সব ঘরোয়া টি-টোয়েন্টি লিগে। তামিম ইকবালও খেলেছেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায়। বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমও খেলেছিলেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে। এবার পাকিস্তানের টি-টোয়েন্টি প্রতিযোগিতা পাকিস্তান সুপার লিগ বা পিএসএলে মুশফিক সঙ্গী হিসেবে পাচ্ছেন সাকিবকে।
মঙ্গলবার পিএসএলের খেলোয়াড় নির্বাচনের দ্বিতীয় দিন সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে মুশফিককে দলে নিয়েছে করাচি কিংস। পারিশ্রমিক হিসেবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক পাবেন ২৫ হাজার ডলার। সোমবার প্রথম দিন প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে এক লাখ ৪০ হাজার ডলার পারিশ্রমিকে করাচির দলটিতে অন্তর্ভুক্ত হয়েছিলেন সাকিব।
প্রথম দিন সাকিবের পাশাপাশি দল পেয়েছিলেন তামিম আর মুস্তাফিজুর রহমানও। দুজনই অন্তর্ভুক্ত হয়েছেন গোল্ড ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে। তামিমের দল পেশোয়ার জালমি আর মুস্তাফিজের লাহোর ক্যাল্যান্ডার্স। দুজনেরই পারিশ্রমিক ৫০ হাজার ডলার।
পিএসএলের খেলোয়াড় নির্বাচনে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা ১০ জন। সাকিব-তামিম-মুশফিক-মুস্তাফিজ ছাড়াও এখানে খেলতে পারেন সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও এনামুল হক বিজয়। বাকি ছয়জন অবশ্য এখনো কোনো দলে অন্তর্ভুক্ত হননি।
পেশোয়ার জালমির জার্সি গায়ে তামিম খেলবেন শহীদ আফ্রিদির সতীর্থ হিসেবে। আর লাহোর ক্যাল্যান্ডার্স দলে ক্রিস গেইলের সতীর্থ হিসেবে খেলবেন তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজ।
আগামী ৪ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় পিএসএলের দুই ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজা।