পিএসএলে গেইলের সঙ্গী মুস্তাফিজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমানের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে (পিএসএল) আর মুস্তাফিজের বল খেলতে হবে না গেইলকে। লাহোর ক্যাল্যান্ডার্সের জার্সি গায়ে দুজন কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন দলকে জেতানোর জন্য। মুস্তাফিজের পাশাপাশি দল পেয়েছেন তামিম ইকবালও।
পাকিস্তানের প্রথম ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএলের দল নির্বাচনে শুরুতেই দল পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্ল্যাটিনাম ক্যাটাগরির ড্রয়ের সময় তাঁকে দলে ভিড়িয়েছিল করাচি কিং। হিসাব অনুযায়ী এক লাখ ৪০ হাজার ডলার পারিশ্রমিক পাওয়ার কথা সাকিবের।
তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজ ও বাঁহাতি ওপেনার তামিম দল পেয়েছেন গোল্ড ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে। পিএসএলে তামিম খেলবেন পেশোয়ার জালমির জার্সি গায়ে। এখানে তিনি সতীর্থ হিসেবে পাবেন শহীদ আফ্রিদি, ড্যারেন স্যামিকে। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়রা পারিশ্রমিক হিসেবে পাবেন ৫০ হাজার ডলার।
আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি লিগ পিএসএল। শেষ হয়ে যাবে ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপ শুরুর আগ দিয়ে। ফলে এখানে খেলার মাধ্যমে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ভালোমতো প্রস্তুত করার সুযোগটাও পেয়ে যাবেন সাকিব-তামিম-মুস্তাফিজরা।