যুগপৎ আন্দোলন সমন্বয়ে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটি
সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী বিএনপিসহ রাজনৈতিক জোট এবং দলের সাথে যুগপৎ আন্দোলন সমন্বয়ের জন্য গণতন্ত্র মঞ্চের ৭ সদস্য বিশিষ্ট লিয়াজোঁ কমিটি ঘোষণা করা হয়েছে। লিয়াজোঁ কমিটির সদস্যরা হলেন- আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবলু, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও নুরুল হক নূর।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার দুপুর ৩টার দিকে গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমান।
সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খাঁন, গণ-অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের মহিবুল্লাহ বাহার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক এস এম এ কবীর হাসান, গণ-অধিকার পরিষদের আতাউল্লাহ প্রমুখ।
সভায় পঞ্চগড়ে বিএনপির শান্তিপূর্ণ গণমিছিলে পুলিশের নির্যাতনে ১ জন নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিরোধী মত তথা জনগণের কণ্ঠ রোধ করার জন্য নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। চলমান আন্দোলনে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর কয়েক হাজার নেতাকর্মীদের।