এসিডবাহী ট্রাক উল্টে আগুন, মহাসড়কে যানজট
কুমিল্লার বুড়িচংয়ে এসিডবাহী একটি ট্রাক উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ ভোর সাড়ে ৫টায় উপজেলার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসিড ছড়িয়ে পড়ায় এবং চারিদিক ধোয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিটন জানান, আজ ভোরে অবৈধভাবে এসিডের ড্রামবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পোস্ট অফিস এলাকায় পৌঁছালে ফোর লেন থেকে টু লেনে প্রবেশ করার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রায় ২০টি ড্রাম ফেটে এসিড ছড়িয়ে আগুন ধরে যায়। চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের চান্দিনার ছয়ঘরিয়া থেকে ময়নামতি ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
এএসআই আরো জানান, খবর পেয়ে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রেকার দিয়ে ট্রাকটি মহাসড়কের এক পাশে সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে যায়।
ওসি মাহবুবুর রহমান বলেন, ‘ড্রামগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলো খুব বিপজ্জনক। তাই কেউ কাছে যাচ্ছে না। মহাসড়ক থেকে কীভাবে এগুলো অপসারণ করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’