নাইক্ষ্যংছড়িতে মা-মেয়ের লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/14/photo-1455441022.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাইশারী ইউনিয়নের আলেক্ষ্যংঝিরি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তাঁরা হলেন ওই এলাকার নাছির উদ্দিনের স্ত্রী নূরুন নাহার বেগম (২২) ও শিশুকন্যা নাজনীন আক্তার (দেড় বছর)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মা-মেয়ের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, মা ও মেয়ে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, আলেক্ষ্যংঝিরির পাহাড়ের ওপরে স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন শ্রমিক নাছির উদ্দিন। দুদিন আগে ফুলঝাড়– সংগ্রহ করতে পাহাড়ের অরণ্যে যান নাছির উদ্দিন। তাঁর অনুপস্থিতিতে এ ঘটনা ঘটেছে।
‘কয়েক দিন আগে দেবরের সঙ্গে নিহত নূরুন নাহারের ঝগড়া হয়েছিল বলে খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে হত্যার রহস্য জানা যাবে’, বলেন ইউপি চেয়ারম্যান।
এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন চেয়ারম্যান মনিরুল হক, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।