আয়ারল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
ইংল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষে ফের মাঠে নামছে বাংলাদেশ। এবার মিশন আয়ারল্যান্ড। আগামী শনিবার (১৮ মার্চ) শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশের মাঠের প্রস্তুতি। তবে এই সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল তামিমের দল।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রথমবারের মতো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী অনুশীলনে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন জাকির। জানা গেছে, তার সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে।
হ্যামস্ট্রিং চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে খেলা হয়নি জাকিরের। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল বুধবার (১৫ মার্চ) প্রস্তুতি ম্যাচে খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। জাকিরের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ব্যাটার রনি তালুকদার।
শুধু জাকির নয় দুশ্চিন্তা রয়েছে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। কদিন ধরেই জ্বরে ভুগছেন তামিম। দলের সঙ্গে সিলেট পৌঁছেছেন তামিম। তবে ১৮ মার্চ প্রথম ওয়ানডের আগেই সুস্থ হয়ে উঠবেন তামিম, বলে জানিয়েছে বিসিসির একটি সূত্র।
আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। এরপর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়।