শান্তর পরিবর্তে একাদশে যিনি
সকালে জানা গিয়েছিল, এই ম্যাচে থাকছেন না নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ সোমবার (১১ নভেম্বর) চোটের কারণে খেলতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব মেহেদী হাসান মিরাজের কাঁধে। ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন মিরাজ।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ব্যবধান ১-১। আজ যারা জিতবে, সিরিজ তাদের। এমন ম্যাচে শান্তর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ব্যাটার জাকির হাসান। একাদশে কেবল একটিই পরিবর্তন নয়। গত ম্যাচে বাংলাদেশ জিতলেও শান্তর জন্য এমনিতেই ভাঙতে হয়েছে উইনিং কম্বিনেশন। এছাড়া, এসেছে আরেকটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের বদলে একাদশে জায়গা পেয়েছেন নাহিদ রানা।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন, ‘আগের ম্যাচে আগে ব্যাটিং কাজে দিয়েছে। আজও আমরা চাইব ভালো সংগ্রহ করতে। দুর্ভাগ্যবশত শান্ত নেই। তবে, আমাদের এগিয়ে যেতে হবে।’
জিতলেই সিরিজ নিশ্চিত। দুদলের সামনে অভিন্ন সমীকরণ। আফগানিস্তান চাইবে বাংলাদেশকে টানা দ্বিতীয়বার সিরিজ হারাতে। বাংলাদেশের সামনে ঘরের মাঠে গত বছর সিরিজ হারের বদলা নেওয়ার সুযোগ।