নেতা-কর্মী হত্যা করে যুবদলকে দমিয়ে রাখা যাবেনা : টুকু
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘যুবদল নেতা-কর্মীদের হত্যা করে আমাদের দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। সরকার পরিবর্তন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। আমাদের সামনে কোনো বিকল্প নাই। আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনীরা একের পর এক নৃসংস হত্যাকাণ্ড চালাচ্ছে। এই সকল হত্যাকাণ্ডের বিচার একদিন হবেই ইনশাল্লাহ।’
আজ বুধবার (০৫ এপ্রিল) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ বিভাগ আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, ‘এই অবৈধ সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে এদেরকে বিদায় করতে হবে। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সকলকে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনেই এই সরকারকে বিদায় করতে হবে। বিরোধী দলের নেতা-কর্মী হত্যা, গুম, নির্যাতন-নিপীড়ণের ফলে গণমাধ্যমসহ গোটা দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। কথায় কথায় মারামারি খুনোখুনি। সবার মধ্যে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে।’
যুবদল সভাপতি বলেন, ‘নিত্যপণ্যের দাম আকাশচুম্বি। সবকিছুর দাম নাগালের বাইরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। দুর্নীতিতে এই সরকার শীর্ষে। জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। এই অবৈধ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের জীবন ততো দুর্বিষহ হয়ে উঠবে। যুবদলের প্রত্যকটি নেতা-কর্মী যতক্ষণ বাইরে আছে, জীবিত আছে ততক্ষণ তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে।’
এ সময় সুলতান সালাউদ্দিন টুকু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান ।
যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান সাদেক, নারায়নগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল প্রমুখ।