হিযবুত তাহরীরের নেতা মাহামুদ গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের অন্যতম নেতা মো. মাহামুদ হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (৭ এপ্রিল) র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ফজলুল হক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ১০ বছর ধরে পলাতক মাহামুদকে গ্রেপ্তার করা সম্ভব হয়।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘জঙ্গি নেতা মাহামুদ হাসান হিযবুত তাহরীরের দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। তার নেতৃত্বে ঢাকার বিভিন্ন মসজিদের সামনে হিযবুত তাহরীরের সদস্যদের ঝটিকা মিছিল হয়ে থাকে। এছাড়া তিনি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক করে হিযবুত তাহরীরের লিফলেট এবং পোস্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে আসছিলেন। এর আগে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে বের হয়ে আবার সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে।’
মো. ফজলুল হক আরও বলেন, ‘মাহামুদ হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় তার দুই বছর সশ্রম কারাদণ্ড হয়। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’
র্যাবের ২ এর সিনিয়র সহকারী পরিচালক ফজলুল হক আরও বলেন, ‘গ্রেপ্তার মাহামুদ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০০৯ সালে এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকের মাধ্যমে হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত হন। এরপর থেকে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদী বই প্রচার করে তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’