মোটরসাইকেলে গেল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/22/jaypurhat-pic.jpg)
জয়পুরহাটের কালাইয়ে ঈদের নামাজের পর মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বিপ্লব হোসেন (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ শনিবার (২২ এপ্রিল) আনুমানিক সকাল ১১টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব হোসেন কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিপ্লব হোসেন ঈদের নামাজ পড়ে খাওয়া-দাওয়ার পর বন্ধুদের সঙ্গে দেখা করতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দ্রুত বের হয়ে যান। পথিমধ্যে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কায় খেলে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।