যে কারণে বন্ধ হচ্ছে বার্সা টিভি
আর্থিক বিষয়ে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নীতিমালা নিয়ে বহুদিন ধরেই চিন্তিত বার্সেলোনা। বিভিন্নভাবে তারা চেষ্টা করছে ক্লাবের ব্যয় কমাতে। এবার কাতালান ক্লাবটি বন্ধ করতে যাচ্ছে নিজেদের টেলিভিশন চ্যানেল বার্সা টিভি। আয় ব্যয়ের সমন্বয় করতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এমনটি জানিয়েছে ক্রীড়াবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট মার্কা।
গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রকাশিত মার্কার এক প্রতিবেদনের তথ্যমতে, দীর্ঘ বৈঠক শেষে বার্সা কর্তৃপক্ষ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বার্সা টিভি বন্ধের ঘোষণা দেয়। আগামী ৩০ জুন শেষবারের মতো সম্প্রচারিত হবে বার্সা টিভির অনুষ্ঠান। বার্সা টিভির সম্প্রচার স্বত্বের দায়িত্বে থাকা টেলিফোনিকার সঙ্গে চুক্তি শেষ হবে ওই দিন। এর মধ্য দিয়ে ২৪ বছর পর বন্ধ হচ্ছে টেলিভিশনটির পথচলা।
১৯৯৯ সালের ২৭ জুলাই বার্সা টিভির সম্প্রচার শুরু হয়েছিল। দর্শকদের সঙ্গে ক্লাবটির সরাসরি সংযোগের বড় এই মাধ্যমটি বন্ধ হওয়ার অন্যতম কারণ আর্থিক দুরবস্থা। এতটাই খারাপ অবস্থা যে, ২০২৩ এর শুরুর দিকে বার্সা টিভির প্রায় দেড় শতাধিক কর্মী বেতন-ভাতা ও উন্নত কর্ম পরিবেশের দাবিতে মানববন্ধন করেছিল। এখন পুরো টিভি স্টেশন বন্ধ হওয়াতে চাকরি হারাবেন এসব কর্মীরা।
এর আগে আর্থিক টানাপোড়েন থেকে কিছুটা পরিত্রাণ পেতে কাতালান ক্লাবটি বার্সা টিভির প্রায় ২৪ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছিল। টিভির সম্প্রচার বন্ধ হলেও অনলাইনে কার্যক্রম অব্যাহত রাখবে বার্সেলোনা।