রিয়ালকে হতাশায় ডুবিয়ে বার্সার উৎসব
সান্তিয়াগো বার্নাব্যুতে বরাবরই বাঘ রিয়াল মাদ্রিদ। তাদের ঘরের মাঠে তারাই রাজা। এমন কি বার্নাব্যুতে প্রতিপক্ষ আগে এগিয়ে গেলেও নাকি রাত হয় অনেক লম্বা। এমন অনেক দৃশ্যই ভক্তদের কাছে পরিচিত। কারণ ঘরের মাঠে বারবার পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিল রিয়াল মাদ্রিদ।
কিন্তু এবার আর পারল না। এগিয়ে যাওয়া বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে ফেরা তো দূরে আরও গোল খেয়ে হতাশায় ডুবল রিয়াল। অন্য দিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে গোল বন্যায় ভাসিয়ে জয়ের উৎসব করলো বার্সোলোনা।
মৌসুমের প্রথম ক্লাসিকোতে গতকাল শনিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন রবার্ট লেভান্দোভস্কি। একটি করে গোল করেছেন রাফিনিহা ও ইয়ামাল।
এদিন ম্যাচের প্রথমার্ধে লড়াই ছিল সমানে সমান। কোনো দলই বিরতির আগে পায়নি গোলের দেখা। তাতে মনে হয়েছিল দ্বিতীয়ার্ধেও উত্তাপ ছড়াবে। কিন্তু না দ্বিতীয়ার্ধের মুদ্রার উল্টো পিঠ দেখল রিয়াল ভক্তরা।
বিরতির পর ফিরেই রিয়ালের জালে দুইবার গোল পাঠান লেভান্দোভস্কি। মাত্র দুই মিনিটের মাথায় স্বাগতিকদের কোণঠাসা করে ফেলেন পোলিশ তারকা। প্রথম গোলটি হয় ৫৪তম মিনিটে। পরেরটি হয় ৫৬তম মিনিটে।
টানা দুই গোল খাওয়া রিয়াল ম্যাচে ফেরার বদলে ৭৭তম মিনিটে খায় তৃতীয় গোল। এই গোলের নায়ক ইয়ামাল। এল ক্লাসিকোতে গোল করে রেকর্ডও গড়ে ফেলেছেন ইয়ামাল। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ক্লাসিকোয় গোলের কীর্তি গড়লেন। গতরাতের ম্যাচটিতে ইয়ামালের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন।
আর শেষ দিকে স্কোরলাইন ৪-০ করেন রাফিনিহা। তাতে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। হতাশায় ডুবলেন কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ।