সজীব ওয়াজেদ জয়ের পদ নবায়ন দিয়ে রংপুর আ.লীগের সদস্য সংগ্রহ শুরু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/29/joy.jpg)
সজীব ওয়াজেদ জয়। বাসসের প্রতিবেদনে প্রকাশিত পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রথম সদস্য পদ নবায়নের মধ্য দিয়ে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সদস্য নবায়ন কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের রংপুর বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এ ঘোষণা দেন।
সজীব ওয়াজেদ জয়কে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি তার পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়। বর্তমানে তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্বে রয়েছেন।