অ্যাশেজ
দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক স্থানে অস্ট্রেলিয়া
প্রথম দুই টেস্ট জিতে অ্যাশেজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। শেষ মুহূর্তে জিততে জিততেও দুটো ম্যাচেই হার মানতে হয়েছে ইংল্যান্ডকে। ঘরের মাঠে সিরিজ হার এড়াতে তৃতীয় টেস্টে মাঠে নেমেছে ব্র্যান্ডন ম্যাককালামের শিষ্যরা। হেডিংলিতে টস জিতে অসিদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কিন্তু, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে আবারও কোণঠাসা ইংল্যান্ড।
নিজেদের দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১১৬ রান। ১৪২ রানের লিড নিয়ে আজ শনিবার (৮ জুলাই) তৃতীয় দিন মাঠে নামবে দুই দল।
প্রথম ইনিংসে ব্যর্থ অসি ওপেনার উসমান খাজা দ্বিতীয় ইনিংসে করেন ৪৩ রান। তবে, আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার বিদায় নেন এক রান করেই। ৩৩ রান করে সাজঘরের পথ ধরেন মার্নাস লাবুশেন। নিজের শততম টেস্ট ম্যাচটা ব্যাট হাতে স্মরণীয় করে রাখতে পারলেন না স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে ২২ রানের পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র দুই রান।
অস্ট্রেলিয়ার ভরসা হয়ে ক্রিজে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মিচেল মার্শ (১৭*)। মার্শকে সঙ্গ দেবেন ট্রাভিস হেড (১৮*)। ছন্দে আছেন দুজনই।
অসিদের পতন হওয়া চার উইকেটের মধ্যে মঈন আলী দুটো এবং স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস একটি করে উইকেট পান।
এর আগে ৬ জুলাই থেকে শুরু হওয়া চলতি অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৬৩ রানে। অসিদের পক্ষে ১১৮ রানের দারুণ একটি ইনিংস খেলেন মার্শ। ২৬৩ রানের জবাবে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের ৮০ ও ওপেনার জ্যাক ক্রলির ৩৩ ছাড়া কেউই ভালো করতে না পারায় ২৩৭ রানে অলআউট হয় ইংল্যান্ড।