শাস্তি পেলেন ইংল্যান্ডের তারকা পেসার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার পথে ইংল্যান্ড। তবে, প্রথম টি-টোয়েন্টি চোট পেয়ে মাঠ ছাড়েন দলটির পেসার রিচ টপলি। শুধু তাই নয় চোট পেয়ে মাঠ ছাড়ার সময় আচরণবিধি ভাঙেন এই ক্রিকেটার। যার ফলশ্রুতিতে শাস্তিও পেয়েছেন।
ঘটনা বারবাডোজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের। ইনিংসের পঞ্চম ওভারে তৃতীয় বল করার পর পা পিছলে হাঁটুতে আঘাত পান টপলি। ওই বলে ছক্কাও হজম করেন তিনি। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। আবার খেলা শুরু হলে বোলিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন টপলি। যদিও সেটা আর সম্ভব হয়নি। যখন তিনি মাঠ ছেড়ে প্যাভিলিয়নের সিঁড়ি বেয়ে উঠছিলেন, তখন একটি চেয়ার তুলে সিঁড়ির পাশের হাতলে আঘাত করে তা ভেঙে ফেলেন।
অবশ্য এমন কাণ্ড এই প্রথম নয়। এর আগেও গত ওয়ানডে বিশ্বকাপের সময়ও প্রায় একইরকম কাণ্ড ঘটিয়েছিলেন টপলি। হাতে চোট পেয়ে মাঠ ছাড়ার পর একটি চেয়ার তুলে ফেলে দিয়েছিলেন তিনি। সে যাত্রায় শাস্তি থেকে রক্ষা পেলেও, এবার আর তা হয়নি।
আচরণবিধি ভাঙার অভিযোগে এবার তাকে শাস্তি পেতে হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২ ধারাতেও বলা আছে ক্রিকেট সামগ্রীর কোনও ক্ষতি করলে সেটা বিধি ভঙ্গের শামিল। তাই আচরণবিধিতে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্ট। যা ২৪ মাসের মধ্যে তার আচরণ বিধি ভাঙার প্রথম নজির।