আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ক্রিস ওকস

ভারতের বিপক্ষে দলের জয়ের জন্য ভাঙা কাঁধ নিয়ে একহাতে ব্যাট করতে মাঠে নেমে পড়েছিলেন ক্রিস ওকস। বেশিদিন হয়নি এই ঘটনা। তবু, জায়গা পাননি দলে। আগামী নভেম্বর ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী লড়াই অ্যাশেজ শুরু হবে। সেই সিরিজে নেই ওকস। অভিমানেই কি না, বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এক ইনস্টাগ্রাম পোস্টে বিদায়ের ঘোষণা দেন ওকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।
বিদায়ের ঘোষণায় ওকস বলেন, ‘সময়টা এসে গেছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময়। ইংল্যান্ডের হয়ে খেলা ছিল আমার শৈশবের স্বপ্ন। পেছনের বাগানে খেলতে খেলতেই সেই স্বপ্ন দেখতাম। স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে নিজেকে দারুণ ভাগ্যবান মনে করি।’
জাতীয় দলের স্মৃতি নিয়ে ওকস বলেন, ‘২০১১ সালে অস্ট্রেলিয়ায় অভিষেক হয়েছে। মনে হয় যেন কালকের কথা। সময় কীভাবে উড়ে যায়, বুঝতেই পারিনি। দুটি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা এবং দারুণ কিছু অ্যাশেজ সিরিজের অংশ হওয়া, এসব যে একদিন সম্ভব হবে কখনও ভাবিনি। এসব স্মৃতি আর সতীর্থদের সঙ্গে উদযাপনের মুহূর্তগুলো আমার হৃদয়ে চিরকাল থাকবে।’
নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়ে ইংলিশ অলরাউন্ডার ওকস বলেন, ‘আমার বাবা-মা, আমার স্ত্রী অ্যামি এবং আমাদের দুই মেয়ে লাইলা ও ইভিকে ধন্যবাদ। তোমাদের নিঃশর্ত ভালোবাসা, সমর্থন আর ত্যাগ ছাড়া এটা কখনো সম্ভব হতো না।’
ইংল্যান্ডের জার্সিতে ৬২টি টেস্ট, ১২২টি ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি খেলেছেন ওকস। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে তার ঝুলিতে আছে ১৯২টি উইকেট। ওয়ানডেতে ১৭৩ আর টি-টোয়েন্টিতে ৩১টি উইকেট পেয়েছেন তিনি।
ইংলিশদের জার্সিতে বর্ণাঢ্য ক্যারিয়ারে দুটি বিশ্বকাপ জিতেছেন ওকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন এই অলরাউন্ডার।