অ্যাশেজে মদ্যপান বিতর্ক, যা বলছেন অসি তারকা
অ্যাশেজ মানেই যতটা ব্যাটে-বলের লড়াই ঠিক ততটাই কথার লড়াই। সিরিজ শেষ হয়ে গেলেও এখনো রেশ কাটেনি। হাইভোল্টেজ ম্যাচ, বল বিতর্ক, শাস্তি পাওয়া এমনকি অ্যাশেজ শেষে প্রথা অনুযায়ী হওয়া মদ্যপানের পার্টি নিয়েও বিতর্ক। সবকিছু মিলিয়ে এখনও আলোচনায় ঐতিহাসিক সিরিজটি।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার এবারের অ্যাশেজ শেষ হয়েছে ড্র দিয়ে। সিরিজ শেষে প্রথা মেনে দুই দলের ক্রিকেটারদের একসঙ্গে মদ্যপানের আয়োজন করা হয়। কিন্তু ওভাল টেস্ট শেষে সেই পার্টিতে যায়নি ইংল্যান্ড। অস্ট্রেলিয়া তাদের জন্য অপেক্ষা করেছিল। এমনকি স্টোকসদের ড্রেসিংরুমে গিয়ে ডেকেও ছিলেন স্টিভেন স্মিথ। তখন ইংলিশরা নাকি দরজা বন্ধ করে রেখেছিলেন। এই নিয়ে হতাশ হন অসিরা।
এই ঘটনা নিয়ে পরে অবশ্য মুখ খুলেছেন ইংলিশরা। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। ফক্স নিউজের এক প্রতিবেদন অনুসারে, একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করলেন ট্রাভিস হেড।
ওইদিনের অভিজ্ঞতা নিয়ে হেড বলেছেন, ‘খেলা শেষ হওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। আমরা জানতাম, ইংল্যান্ডের দুজন অবসর নিচ্ছে। একজন সাপোর্ট স্টাফেরও শেষ সিরিজ ছিল অ্যাশেজ। কিছুক্ষণ অপেক্ষা করে আমরা ওদের ড্রেসিংরুমের দরজায় দুবার টোকা দিয়েছিলাম। দুবারই বলা হয়েছিল ২ মিনিট অপেক্ষা করার জন্য।’
কিন্তু ইংল্যান্ড দলের সেই ২ মিনিট আর শেষ হয়নি বলে জানিয়েছেন হেড। তিনি বলেছেন, ‘ওদের ২ মিনিট ঘণ্টা পেরিয়ে গিয়েছিল। আমাদের সবার খুব হতাশ লেগেছিল। বিরক্ত লেগেছিল।’
ইংল্যান্ডের ক্রিকেটারেরা পরে নাইট ক্লাবে অস্ট্রেলিয়া দলের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে দুদলের সব ক্রিকেটার ছিলেন না। তা নিয়ে হেড বলেছেন, ‘পরে কয়েক জনের সঙ্গে দেখা হয়েছিল আমাদের। ইংল্যান্ডের কয়েক জনের সঙ্গে আলাদা করে যোগাযোগ করেছিলাম। কিন্তু সিরিজ শেষের অনুষ্ঠান যেটা ছিল সেটা পূর্ব নির্ধারিত ছিল। ওই অপেক্ষাটা আমাদের দলের সকলের খুব বিরক্তিকর মনে হয়েছিল।’