ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বিপুল নিষিদ্ধ ওষুধ পুড়িয়ে ধ্বংস
কিশোরগঞ্জের ভৈরবে সরকার নিষিদ্ধ বিপুল ওষুধ জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য ১২ লাখ টাকারও অধিক। আজ রোববার (৯ জুলাই) বিকেলে ভৈরব বাজারের গ্রিন ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই ফার্মেসি থেকে সরকার নিষিদ্ধ একটি কোম্পানির তিন হাজার ৭৪০ বক্স ওষুধ জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, ভূমি অফিসের নাজির সালেক রহমানসহ ঔষধ অধিদপ্তর ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে গ্রিন ফার্মেসির মালিক চন্দন কুমার জানান, ওষুধটি সরকার নিষিদ্ধ করার আগে তিনি কোম্পানি থেকে গ্রহণ করেছিলেন। সরকার নিষিদ্ধ করার পর কোম্পানি ওষুধগুলো ফিরিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু আজ অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে পুড়ানো হয়।
এ প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন বলেন, ওষুধ মানুষের জীবন রক্ষা করে। আবার কিছু ভেজাল ওষুধ মানুষের জীবন ধ্বংস করে। তাই সরকার নিষিদ্ধ সেই রকম একটি ওষুধ ওই ফার্মেসিতে থাকায়, সেগুলো জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, সরকার নিষিদ্ধ ওষুধ, ভেজাল, নকল ও মেয়াদোর্ত্তীণ ওষুধ অপসারণে অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সামনে এই অভিযান অব্যাহত থাকবে।