একদফা দাবি না মানলে আন্দোলনে সরকারের পতন হবে : মোস্তাফিজুর রহমান
নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পুরানা পল্টন কস্তুরী চত্বরে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে যুগপৎ ধারায় একদফা দাবিতে পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন লেবার পার্টির চেয়ারম্যান।
মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘পাগলেও বিশ্বাস করবে না—এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে। সেই কারণে ক্ষমতা ছাড়বে না নিয়ত করে বিরোধীদলের শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দিচ্ছে সরকার। ইতোমধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকারী ১৫ জনকে গুলি করে হত্যা করেছে, হাজার হাজার নেতাকর্মীকে জেলে ভরে রেখেছে এই অবৈধ সরকার।’
ইরান বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ঢাকা-১৭ আসনের নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা হিরো আলমের মতো প্রার্থীকেও ভয় পায়। শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে জেনেশুনে বিষপান করা। তাই নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সংকট এবার রাজপথেই সমাধান হবে। ক্ষমতা দখলকারীদের অধীনে আর কোনো জালিয়াতির নির্বাচন করতে দেব না।’
ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মো. আমিনুল ইসলাম আমিন, রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, অর্থসম্পাদক রাসেল সিকদার লিটন, প্রচার সম্পাদক মনির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি নাজমুল ইসলাম মামুন ও মো. শুভ আহমেদসহ আরও অনেকে।
মিছিল নিয়ে পল্টন মোড়, সচিবালয়, প্রেসক্লাব, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা, মতিঝিল শাপলা চত্বর হয়ে ইত্তেফাক মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
আগামীকাল বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় পুরানা পল্টন থেকে শুরু হয়ে পদযাত্রা কর্মসূচি নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর, টিটিপাড়া হয়ে মানিকনগর পর্যন্ত গিয়ে শেষ হবে।