আজ প্রতিটি রান, উইকেট গুরুত্বপূর্ণ : সাকিব
ভারতের ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তবে সেটি কষ্টার্জিত ৮ রানের জয়। আজ দ্বিতীয় ম্যাচে টাইগাররা মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ডের।
অপরিচিত কন্ডিশন আর দীর্ঘ ম্যাচ খেলার ক্লান্তি—দুইয়ে মিলে আজো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। এমন বাস্তবতার কথা স্বীকার করেছেন দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ইচ্ছা পোষণ করেছেন লড়াই করে জেতার।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব বলেন, ‘এই টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। প্রতিটি রান ও উইকেট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ম্যাচ আমরা সমান গুরুত্বের সঙ্গে খেলব।’
গত কয়েক ম্যাচ ধরে রানখরায় ভুগতে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জন্যও আজকের ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। রানে ফিরতে আইরিশদের বিপক্ষে ভালো কিছু করা চাই তাঁর। ফেসবুকে মুশফিক দিয়েছেনও সে রকম ইঙ্গিত। অনুপ্রেরণা খুঁজছেন ২০১৩ সালের এই দিনটি থেকে।
মুশফিকের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়েছে, ‘২০১৩ সালের এই দিনে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম!’
বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম ভরসা সাকিব-মুশফিক। এ দুজনের ব্যাট হাসলে বিজয়ীর হাসি হাসে বাংলাদেশও। তাই দুজনের জয়ের আশা পূরণ হোক—এমনটাই চাইবেন বাংলার লাখো-কোটি দর্শক।