অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তির দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের মুক্তি চেয়েছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থি আইনজীবী নেতারা।
আজ বুধবার (২৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জে নিজ চেম্বার থেকে বিএনপিপন্থি দুই আইনজীবীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে এমন দাবি জানান তারা।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, বিএনপি, জামায়াত ও অন্যান্য আইনজীবীদের সমন্বয়ে গঠিত ল’ ইয়ার ফ্রন্ট্রের একজন সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে তার বাসার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তিনি অসুস্থ, আমরা তার মুক্তি চাই।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট মুহসিন রশিদ বলেন, জামিন নিতে সুপ্রিম কোর্টে এলে এবং আইনজীবীদের চেম্বার থেকে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার অলিখিত কনভেনশন রয়েছে। এরপরও বিনা পরোয়ানায় নারায়ণগঞ্জের দুই আইনজীবীকে চেম্বার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আমাদের আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে পরে তাদের দুজনকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, আজ সকালে ল’ ইয়ার্স ফ্রন্টের নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে তুলে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবীদের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ কমিশনারের প্রতি আহ্বান জানাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এডহক কমিটির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট মুহসিন রশিদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল, সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসুর) সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন, এডহক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল ও অ্যাডভোকেট ইসাহাক আলী।